মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের একটি মাঠ থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসি।
বুধবার (১৩ মে) সাদিপুর গ্রামের একটি মাঠে ৮/৯ জনলোক দলবদ্ধ হয়ে ধান কাটছিলেন।এ সময় ধান ক্ষেতে মেছো বাঘ দুটিকে একটি গর্তে দেখতে পেয়ে তারা ধরে ফেলে।
এলাকাবাসি জানায়, গ্রামবাসি মাঠে ধান কাটার সময় একটি গর্তের ভিতর দেখতে পেয়ে বাচ্চা দুটি ধরে ফেলে। তাদের ধারনা চোরাই পথে ভারতে পাচার করার জন্য মেছো বাঘের বাচ্চা দুটি এখানে আনা হয়েছিল। কিন্তু পাচার করার সুযোগ পায়নি।
বেনাপোলের সাদিপুর গ্রামের পৌর কাউন্সিলর আহাদুজজামান বকুল দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগে খবর দেওয়া হয়েছে। বাচ্চা দুটি বন বিভাগের কর্মকর্তাদের হেফাজতে দেওয়া হবে।
Drop your comments: