যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজার ব্যবসায়ীদের নতুন কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে আবু তালেব কে সভাপতি ও রেজাউল করিম কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৫০ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেনাপোল রহমান চেম্বারের সভাকক্ষে নতুন কমিটি’র আয়োজনে পরিচিতি সভা, দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল বাজার ব্যবসায়ীদের নতুন কমিটি’র সভাপতি আলহাজ্ব আবু তালেব এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচাজ সুমন ভক্ত।
এসময় ব্যবসায়ীরা বলেন, বাজারে চাঁদাবাজি বন্ধসহ সকল ব্যবসায়ীরা মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। বাজার নিয়ন্ত্রণে নতুন কমিটি সার্বিক বিষয়ে তদারকি করবে।
নতুন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা মন্ডলী মোঃ আব্দুর রাজ্জাক (মবিল ব্যাবসায়ী), মোঃ মোজাম্মেল হক (রড সিমেন্ট ব্যাবসায়ী), মোঃ আলী কদর (ডেকোরেটর ব্যাবসায়ী)।
কার্যকরী সদস্য সহ-সভাপতি মোঃ মুজিবার রহমান, নুর ইসলাম, আব্দুল সাত্তার, সহঃ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তুফান, সাইদুর রহমান, অর্থ সম্পাদক বিপ্লবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আব্দুর সাত্তার, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ বকুল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য ইছাহাক মেম্বার, লুৎফর রহমান লুতু, আমিনুর রহমান, সাজ্জাদ হোসেন মুন্সি, শ্রী সুশীল, আনছার আলী, সাহাদুলুর রহমান খোকন, আব্দুল আহাদ, মোঃ হাসেম, মফিজ উদ্দীন, মোঃ আকিদুল, মোঃ ইউছুপ, জিয়াউর রহমান জিয়া, দেলোয়ার হোসেন, আঃ রহিম মোঃ শাহিন, শ্রী মিলন কুমার সিংহ, মানিক হোসেন, মোঃ ইহান, ইমাদুল হোসেন, সাহাবুদ্দীন খোকন, মোঃ নুরু, হযরত আলী, আঃ সালাম, মোঃ আবু সাঈদ, মোঃ হাদিউজ্জামান, সামছুর রহমান খোকা, মহিনুর রহমান মনু, মোঃ রাজীব, আমিন মাহমুদ মিলন, মোঃ মির্জা, আতিয়ার রহমান, জিয়াউর রহমান জিয়া ও মো. সিরাজুল ইসলাম।