মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: ভারত ফেরত বাংলাদেশীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার। বুধবার বিকাল ৫টার সময় যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বেনাপোল স্থলবন্দর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি)।
এসময় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সিও লে.কর্নেল সেলিম রেজা ও উপ-অধিনায়ক মেজর তৌফিক মাহমুদ, যশোর জেলার সিভিল সার্জন মো. আবু শাহিন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো. আব্দুল জলিল, বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান,যশোর জেলার সহ: ভূমি কমিশনার ইউসুফ আলী, যশোর জেলার সহঃ কমিশনার কাজী আতিকুর রহমান, শার্শা উপজেলা নিবাহী অফিসার মীর আলিফ রেজা ,শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, বেনাপোল থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বেনাপোল ইমিগ্রেশন ওসি তদন্ত মুজিবুর রহমান, শার্শা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স কর্মকর্তা ইউছুফ আলীসহ স্থানীয় গনমাধ্যমকর্মী।
এসময় প্রধান অতিথি বলেন, ভারত থেকে যে সকল আমদানীকৃত পণ্যের ট্রাক ড্রাইভার ও হেলপার এদেশে প্রবেশ করছে ও বাংলাদেশ থেকে যে সকল ড্রাইভার ও হেলপার ওপাড়ে যাই তাদের গতিবিধি পর্যবেক্ষন সহ স্বাস্থ্য ঝুঁকির কথা আমরা চিন্তা করে কিভাবে এদের কে টিকার আওতায় আনা যায় সে সকল বিষয়গুলো আমরা ওয়ার্ক আউট করেছি। সারা দেশের মানুষ আতংকে ছিল যে বেনাপোল ও দর্শনা বন্দর দিয়ে যে সকল পাসপোর্ট যাত্রীর এসেছে তাদের মাধ্যমে ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে ও সবাইকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। কিন্তু আমরা এই কোয়ারেন্টাইন নিশ্চিত করার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এ দুটি বন্দর দিয়ে ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই।