মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম পাখি(২৮)নামে এক মাদক বহনকারীকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।গ্রেফতার মাদক বহনকারী শরিফুল ইসলাম পাখি ৭ নং ঘিবা গ্রামের মৃত জুনাব আলীর ছেলে।
বুধবার(৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি স্কুলের সামনে থেকে ২ কেজি গাঁজা সহ একজন মাদক বহনকারীকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বাংলা এক্সপ্রেসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দুই কেজি গাঁজা সহ একজন মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক বহনকারীকে আগামীকাল সকালে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Drop your comments: