মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল দিঘীরপাড় গ্রামে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম (৫০) ও মনির হোসেন (২২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, বেনাপোল পৌরভার দিঘীরপাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী ফাতেমা ও চট্টগ্রামের কর্ণফুলী থানার শফিকের ছেলে মনির হোসেন।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই ইমামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পৌরসভার দিঘীরপাড় ওয়ার্ডের কাউন্সিলর আজিম উদ্দীনের বাগান বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী ফাতেমা ও মনিরকে আটক করে।
উদ্ধার মাদকসহ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।