মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৭ হাজার পিচ ভারতীয় বাজি উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধায় বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রাম থেকে তিন বস্তা ভারতীয় গিটে বাজি উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজি বহনকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তিন বস্তা ভারতীয় বাজি উদ্ধার করে।
Drop your comments: