মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে ২২ বোতল বিদেশী মদ থাকায় একটি ভারতীয় ট্রাক আটক করেছে কাস্টমস ও বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং গেডের সামনে থেকে ২২ বোতল মদসহ ট্রাকটি আটক করা হয়েছে।
কাস্টমস সুত্রে জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার কসমেটিক ও মেশিনারি পণ্যের সাথে মাদক আসছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি ভারতীয় ট্রাক (ডব্লিউবি ৭৮-১৭৫০) আটক করা হয়েছে। পরে ওই ট্রাকটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মদ পাওয়া গেছে। গাড়ি থেকে ২২ বোতল মদ পাওয়ার পর ট্রাকটি কাস্টমসে হাউজে নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সুত্রে জানা যায়, ভারতীয় ট্রাকটিতে ৬ কনসারমেন্ট আমদানিকৃত পণ্য ছিল। যার ৫ কনসারমেন্ট ৯ নং শেডে নামানো হয়। পরে অন্য চালানটি ৪০ নং শেডে নামানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কাস্টমস ও বিজিবি যৌথভাবে ট্রাকটি ৩ নং গেডের সামনে থেকে আটক করা হয়।