মো. রাসেল ইসলাম : যশোর র্যাব-৬ এর অভিযানে মাটির নিচ থেকে ১৮ টি ককটেল উদ্ধারের ঘটনায় পলাতক আসামী বাদল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশের বিশেষ সাড়াশী অভিযানে বেনাপোল বড়আঁচড়া গ্রামের আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আঃ জলিলের ছেলে।
এর আগে গতকাল ২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদল হোসেনের পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়ে ১৮ টি ককটেল উদ্ধার করে র্যাব।
এসময় রর্যাবের উপস্থিতি টের পেয়ে বাদল হোসেন পালিয়ে গেলে উদ্ধারকৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় জমা করে পলাতক আসামি বাদল হোসেনের নামে মামলা করে র্যাব।
তারই সূত্র ধরে মামলার এজাহার নামীয় পলাতক আসামী বাদল হোসেনকে ধরতে সাড়াশী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় বেনাপোল বড়আঁচড়া গ্রামস্থ তার বাড়ি থেকে আসামি বাদল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া।