মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল ধান্যখোলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন মিলন (৪০) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (২৪ মে) রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ,এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে ভারতীয় গাঁজাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক বিক্রেতা রায়হান উদ্দিন ৪নং ঘিবা গ্রামের মীর কাশেমের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা গ্রামের হাইস্কুল মাঠের পিছন থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা রায়হানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা রায়হান এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Drop your comments: