মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল সীমান্তে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রেসব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার গাঁজাসহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ৪ নং ঘিবা গ্রামের জিন্নাত আলীর ছেলে মুহিদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪২)।
এবিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তে শনিবার অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: