মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মন্ত্রি পরিষদ বিভাগ এর মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক গত ২৮ মে-২০২০ ইং তারিখ একটি চিঠি ইস্যু করা হয়। তাতে বলা হয়েছে,করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিতকরণ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ শে মে-২০২০ থেকে আগামী ১৫ জুন-২০২০ ইং পর্যন্ত বলবৎ থাকবে৷
সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হয়েছে৷ হাট-বাজার দোকানপাট এবং শপিং মল সমূহ আবশ্যিকভাবে বিকাল ৪ টার মধ্যে বন্ধ করতে হবে। তবে, কৃষিপণ্য, সার, বীজ, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, কাঁচাবাজার,খাবার, ওষুধের দোকান, হাসপাতালের জরুরি সেবা এবং এসবের সাথে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না৷ নিষেধাজ্ঞায় আরো বলা হয়েছে, রাত ৮টা হতে সকাল ৬টা পর্যন্ত অতিব জরুরী প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন, সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাহির হওয়া যাবে না। আবার সর্বাবস্থায়ই বাইরে চলাচলের সময় মাক্স পরিধান সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে৷
এরই আলোকে বেনাপোল বাজার কমিটি’র পক্ষ থেকে সোমবার(১লা জুন) ১২টার দিকে বেনাপোল বাজারস্থ নুর শপিং কমপ্লেক্স এর সম্মুখে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় অংশ নেন, বেনাপোল বাজার কমিটির সভাপতি- আলহাজ্ব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান, বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার মন্টু, বাজার কমিটি’র প্রচার সম্পাদক ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাধারন সম্পাদক- আয়ুব হোসেন পক্ষী সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় উপস্থিত বেনাপোল বাজারস্থ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সতর্ক করে দিয়ে বলেন, মরণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ এর হাত থেকে রক্ষা পেতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত সকল নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। মৃত্যুর হার রোধ করতে হলে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। পবিত্র ঈদুল ফিতর’র কারণে লকডাউন কিছুটা শিথিল করা হলে রোগ সংক্রমণ বৃদ্ধি পায় এবং মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকে৷ মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার নির্দেশনা দিয়েছেন৷ তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, আপনারা বিকাল ৪ টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেবেন এরপর প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবেন না এবং সকলেই সর্বাবস্থায়ই মাক্স পরিধান করিবেন৷