মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভি’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় বেনাপোল বন্দর প্রেসক্লাবে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানা পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা প্রেসক্লাবের সেক্রেটারী ইয়ানুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারী সাজেদুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্বল,বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, স্থানীয় আবুল বাশার,আতাউর রহমান, স্বপন, মাসুদুর রহমান, রুবেল হোসেন, সময় টিভির চিত্র সাংবাদিক শাওন হোসেন, মো. রাসেল ইসলাম, শাহাবুদ্দিন আহম্মেদ, বাচ্চু হাওলাদারসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতা,কর্মীরা।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব ভবনে কেক কাটা হয়। পরে বন্দর সড়কে র্যালীতে অংশ নেয় আমন্ত্রিত অতিথীরা। বর্তমান ধারা অব্যহত রেখে সময় টিভি আগামীতে সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ মাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।