মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন সংগঠনের সাথে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন পুলিশ।
রোববার সকালে থানা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাভারন সার্কেল এএসপি মো. জুয়েল ইমরান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন বাজার কমিটি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বেনাপোল অবস্থিত সকল ব্যাংকের ব্যবস্থাপক, চেকপোস্ট কুলি ইউনিয়নসহ স্থানীয় বাসিন্দারা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, রমজান মাসে ও ঈদে বাজার গুলোতে যেন কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন রাখা ও ব্যাংক লেনদেন নিরাপত্তাসহ বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
সংগঠনের পক্ষ বক্তব্য রাখেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন, শাখারীপোটা বাজার কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ বাহার আলি, খলশী বাজার কমিটির শাহাজান কবির, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আক্তার হোসেন, শ্রমিক নেতা রাজু আহমেদসহ আরো নেতৃবৃন্দ।
পবিত্র রমজান মাস ও ঈদে ব্যবসায়ীদের এ ধরনের দিক নিদের্শনা দেওয়ার আয়োজন করার জন্য বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া কে ধন্যবাদ জানান উপস্থিত ব্যবসায়ী নেতারা।