মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারে পথচারী ও ব্যবসায়ীদের মুখে কোনো মাস্ক নেই। কয়েক বার উপজেলা প্রশাসন ও বেনাপোল পোর্ট থানা পুলিশ করোনা ভাইরাস সচেতনতা বাড়াতে ফ্রিতে মাস্ক বিতরণ করেছে। কোন ভাবেই মাস্ক পড়তে রাজি না বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। চার ব্যবসায়ীর মুখে মাস্ক না থাকায় তাদের ২০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে বেনাপোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ মো. কামাল হোসেন ভূঁইয়া।
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন বেনাপোল বাজার এলাকায় ১০০ মানুষের মাঝে ফ্রিতে মাস্ক বিতরণ করেন। বাজার এলাকায় মাস্ক পরিধান করে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাবেচা করতে হ্যান্ড মাইকিং করা হচ্ছে।
এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সকলে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।