![InShot_20230501_092553303](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230501_092553303.jpg)
যশোর জেলা প্রতিনিধি : ‘দুনিয়ার মজদুর এক হও’ এবং ‘সুস্থ শ্রমিক উন্নত দেশ, গড়ব মোরা বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে স্থলবন্দর বেনাপোলে মহান মে দিবস পালন করেছে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক, মটর শ্রমিক সংগঠন, বাস-ট্রাক শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
সোমবার সকালে বেনাপোল বন্দরের শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে মহান মে দিবসের শোক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
বেনাপোল স্থলবন্দরের ৮৯১ ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা শোক র্যালি শেষে ২নং গোডাউনের সামনে নিজস্ব কার্যালয়ে নিহত শ্রমিকদের স্মরণে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের আয়োজনে আয়োজিত কর্মসূচীতে শ্রমিক নেতারা দেশের সকল শ্রেণি পেশার শ্রমজীবী মানুষের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ও দিবসটি যথাযথ ভাবে পালন করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।