
যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মনির আহম্মেদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী মনির দক্ষিণ বারোপোতা গ্রামের শাহাদত হোসেন মাস্টারের ছেলে।
যশোর র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা টু বেনাপোল গামী পাঁকা রাস্তার উপর থেকে ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মনির কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: