যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল বালুন্ডা এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. নাজমুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বালুন্ডা বাজারের কাছাড়ি জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আটক করা হয়।
আটক নাজমুল হোসেন শার্শা উপজেলার হরিষচন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ২৫ বোতল ফেনসিডিলসহ একজন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক আসামী নাজমুল হোসেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
Drop your comments: