মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল বাজার থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন বাবু নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন বাবু বেনাপোল কাগমারী গ্রামের কুদ্দস মল্লিকের ছেলে।
যশোর র্যাব-৬ এর কম্পানী কমান্ডার নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে একটি সাইকেলে ঝুলানো ব্যাগসহ আলাউদ্দিন বাবুকে আটক করা হয়। পরে তার ব্যাগের ভিতর থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাসহ আলাউদ্দিন বাবু কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: