মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ বোতল বিদেশী মদ সহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৮ মে) দুপুরে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা এফআইজির হাবিলদার আনোয়ার হোসেন সহ আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতেনাতে আটক করেন। আটক মিয়ারাজ হোসেন বাপ্পি সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বেনাপোল বিজিবি আইসিপি’র সুবেদার মোহাম্মদ আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদ সহ একজনকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Drop your comments: