মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মে) সকালে শার্শা উপজেলার বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচীর আয়োজন করা হয়। সামাজিক সচেতনা, দক্ষতা ও জীবন শৈলী উন্নয়ন বিষয়ক কর্মকান্ডের আওতায় ইফটিজিং, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ, ও দূর্নীতি বিষয়ক কর্মকান্ডের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, শার্শা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা মোঃ আবু বিল্লাল, ৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত নারী শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।