মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ও নাহিদ হাচান নামে এক যুবককে ৩ বোতল বাংলা মদ সহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।
গ্রেফতারকৃত আসামীরা হলো, বেনাপোল মানকিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর করিমের ছেলে মোঃ ফারুক হোসেন (২৩), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মিন্টু মিয়া (৩৫), সাদিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম, একই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ মিজানুর রহমান, ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের মৃত রোক্কাঘ রক্কা মিয়ার ছেলে মোঃ ফারুক হোসেন (৩০), একই গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ নাসরুল ইসলাম (৩৩), একই গ্রামের মোঃ বাবলু হাওলাদার বাবুর ছেলে মোঃ রিপন, মানকিয়া উত্তরপাড়া গ্রামের জুনাব আলীর ছেলে জাহিদুর ইসলাম (২৯), ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত শেখ আবু তাহেরের ছেলে মোঃ টুটুল শেখ (৩২), সাদিপুর গ্রামের মৃত সুখ চাদের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪০), মানকিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কদম আলী মোড়লের ছেলে মোঃ আব্দুল করিম (৫২), বড় আঁচড়া গ্রামের মোঃ মশিয়ার রহমানের ছেলে মোঃ সুমন হোসেন (২৪), ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের ওমর লাইচ এর ছেলে নাহিদ হাচান (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এসব গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা বেনাপোল পোর্ট থানার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে সেখানে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।