যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল বারপোতা গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা বাজারের জামে মসজিদের সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় সাহাবুদ্দিন মোড়ল (৩১) নামে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পলাতক আসামী সাহাবুদ্দিন শার্শা থানার অগ্রভুলোট গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে পুটখালী ইউনিয়নের বারপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামী কে গ্রেফতারের জন্য অভিযান চলছে। বেনাপোল সীমান্তে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।