মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১২৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোছাঃ সালেহা খাতুন (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ফেব্রুয়ারি) বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রাম থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক সালেহা খাতুন ভবারবেড় গ্রামের নুর নবীর স্ত্রী।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক করে। আটককৃত মাদকসহ সালেহ খাতুনকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Drop your comments: