
মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বড় আঁচড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিবন হোসেন রুবেল ভবারবেড় গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেলকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Drop your comments: