মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশনে তাজুল ইসলাম নামে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে আংটিতে ব্যবহৃত নয় হাজার পিচ ভারতীয় পাথর জব্দ করেছে কাস্টমস।
রোববার ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশনে আসার সময় এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশীর সময় ভারতীয় পাথর জব্দ করা হয়। তবে কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দিয়েছে বলে জানা যায়। অভিযুক্ত পাসপোর্ট যাত্রী তাজুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার জালাল উদ্দীনের ছেলে।
এবিষয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বাংলা এক্সপ্রেস কে জানান ভারত থেকে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রী বেনাপোল কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে বের হওয়ার চেষ্টা করে। এসময় যাত্রীকে দেখে সন্দেহ হলে তার শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের মোট ৯ হাজার পিচ ভারতীয় পাথর পাওয়া যায়। পরে জব্দকৃত পাথরসহ যাত্রীকে কাস্টমস রাজস্ব কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।