যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে বেনাপোল কাগজপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন সাতক্ষীরা জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কাগজপুকুর মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলো আলী হোসেন। বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন আসার কিছু পূর্বেই তিনি ট্রেন লাইনের উপর শুয়ে পড়েন আত্মহত্যার জন্য। এসময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আলী হোসেনের বাম পা মাজা থেকে বিচ্ছিন্ন হয়ে মারাত্মক জখম হন। উপস্থিত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানেই কিছুক্ষণ পরে তিনি মৃত্যু বরণ করেন। নিহত আলী হোসেন পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।
Drop your comments: