মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলের ছাত্রলীগ নেতা নাসির হোসেনের বাড়ি থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়৷
আজ বৃহস্পতিবার গভীর রাতে শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেনের নিজ বাড়ি থেকে দুইটি মোটরসাইকেল যার মডেল Yamaha Fz- SYamaha Fz গাড়ি চুরি হয়৷ এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে৷
শাশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেন বলেন, গভীর রাতে যখন বাসার সবাই ঘুমিয়ে ঠিক তখনই বাড়ির সদর দরজা কাইসি গেট তালা ভেঙে চোর প্রবেশ করে ভিতরে এবং সিঁড়ির নিচের রুম থেকে দুইটি মোটরসাইকেল চুরি করে৷ সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের মেইন দরজা কাইসি গেট তালা ভাঙ্গা এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল নাই৷ পরে বেনাপোল পোর্ট থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি৷
বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন বলেন, দুটি মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ আমরা চোর এবং মোটরসাইকেল দুটি উদ্ধার করার কার্যক্রম চালাচ্ছি৷