মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে গাঁজা-মদ-ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে বেনাপোল পোর্ট থানাধীন দুটি গ্রামে অভিযান চালিয়ে দুই বোতল বিদেশী মদ, আট বোতল ভারতীয় ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল ২নং ঘিবা গ্রামের মো. মুজিবার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪০) ও গাতিপাড়া গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. জনি হোসেন (২৬)।
ঈুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ২নং ঘিবা গ্রামে অভিযান চালিয়ে আলমগীর হোসেনের নিজ ঘরের খাটের নিচ থেকে দুই কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করা হয়। অপর দিকে গাতিপাড়া টু বড় আচঁড়াগামী পাঁকা রাস্তার উপর থেকে দুই বোতল বিদেশী মদ ও আট বোতল ভারতীয় ফেনসিডিলসহ জনি নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, এসআই মাসুম বিল্লাহ ও এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযানে মদ-গাঁজা-ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।