মো.রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: ভারত থেকে আসা কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের হাতে খাবার পৌছে দিল যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে বেনাপোল পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে ১৩টি হোটেলে ৬৫০জন কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের হাতে খাবার পৌছে দেওয়া হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ও কোয়ারেন্টাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
বেনাপোল রজনীগন্ধা আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা পাসপোর্ট যাত্রী ইউসুফ আলী বলেন, ভারতে চিকিৎসা শেষে ফিরে হোটেলে থেকে অর্থের অভাবে সাধারন খাবার খেয়ে আছি। আজ এই শহরের মেয়র আমাদের উন্নত মানের খাবার পরিবেশন করায় আমরা আনন্দিত। তিনি গত ২৮ এপ্রিল দেশে ফিরে হোটেলে আছেন বলে জানান। বড়আচড়া নিশাদ হোটেলের কুষ্ঠিয়ার অন্ধ প্রতিবন্ধী আমির হামজা বলেন, গত ২৮ তারিখে দেশে ফিরে মানবতার জীবন যাপন কাটাচ্ছি। ভাল খাবার পাচ্ছি না টাকার অভাবে। বেনাপোল পৌর মেয়র আমাদের খাবার দেওয়ায় আমরা সত্যি অনুভব করছি এখনো মানবতার মানুষ বেঁচে আছে। আমরা তার মঙ্গল কামনা করি।