মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া ৫নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) গয়ড়া ৫ নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেনাপোল গয়ড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি মিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোহাজ্জেল হোসেন, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান সহিদ, বেনাপোল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান তুহিনসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।