মো. রাসেল ইসলাম: যশোরের ঝিকরগাছায় চার কেজি ভারতীয় গাঁজা ও একটি ইজিবাইকসহ তিন মাদক বহনকারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) গাঁজা ও একটি ইজিবাইকসহ আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত হলেন, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের আঃ সামাদ বিশ্বাসের ছেলে মো. মিলন বিশ্বাস (২১), বিল্লাল খাঁর ছেলে আরিফ (২৫) ও বজলুর রহমানের ছেলে আজিম (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন বিশ্বাস ঝিকরগাছা থানাধীন যশোর-বেনাপোল মহাসড়কের নব-নির্মিত কপোতাক্ষ ব্রীজের পূর্ব পার্শ্বের পাঁকা রাস্তার উপর থেকে চার কেজি ভারতীয় গাঁজা ও একটি ইজিবাইকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, বেনাপোলের তিনজনকে মাদক ও একটি ইজিবাইকসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।