যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল ভবারবের গ্রামে পোর্ট থানা পুলিশের অভিযানে সিলিং ফ্যানে অভিনব কায়দায় রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহিন হোসেন (৪০) ও তার স্ত্রী সায়রা খাতুন (৩৬) কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা।
শুক্রবার (২১শে আগস্ট) রাত সাড়ে দশটায় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খানের কাছে গোপন সংবাদের ভিক্তিতে ভবারবের গ্রামের মাদক ব্যবসায়ী শাহিন ও ছায়রার বাড়িতে মাদকের চালান ঢুকেছে এমন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালালে সিলিং ফ্যানে অভিনব কায়দায় রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে দুই জনকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান উদ্ধার মাদকসহ আসামিদের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন দুইজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।