নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে সিলেট জেলার ঐতিহ্যবাহী বাদেশপাশা অঞ্চলের প্রবাসীদের সংগঠন বৃহত্তর বাদেপাশা উন্নয়ন পরিষদ ইউএই’র উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) শারজাস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চুনু মিয়া।
সাধারণ সম্পাদক জাহিদ আহমেদের পরিচালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন সহ-সভাপতি ময়নুল ইসলাম মিমবর। স্বাগতিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শামসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সংগঠনের সহ সভাপতি আছলু মিয়া, আহমদ হোসেন, সহ সম্পাদক সুজন আহমদ, প্রচার সম্পাদক জিয়াউল করিম রিজু, অর্থ সম্পাদক এমরান হোসাইন, সহ-অর্থ সম্পাদক কামরুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক রুজেল আহমদ, সহ-প্রচার সম্পাদক ছিদ্দিক আহমদ, কার্যকরী সদস্য কামরুল হোসেন, খায়রুল ইসলাম, লিটন আহমদসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, সংগঠনটির লক্ষ্যই হচ্ছে এলাকার উন্নয়ন। বাদেপাশের রাস্তাঘাট, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ সকল সেবামূলক কাজে সংগঠনটির অংশগ্রহণ থাকবে। বক্তারা বলেন, এলাকার যুবকদের অনুপ্রেরণা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করেছে। যারা দেশে থেকে উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
সবশেষে বাদেপাশাসহ পুরো দেশের অগ্রগতি ও করোনা থেকে মুক্তি চেয়ে দোয়া পরিচালনা করেন শামসুল ইসলাম।