![IMG_20200513_125225.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/05/IMG_20200513_125225.jpg)
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন, সুবিধা বঞ্চিত দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম দুবাই’র নেতৃবৃন্দ। আজ ১২মে ২০২০ খ্রীষ্টাব্দ (মঙ্গলবার) তৃতীয় বারের ন্যায় দুবাই প্রদেশের আল আবির, ইন্টারন্যাশনাল সিটি, সোনাপুর, আলকুজ ও ডেরা দুবাইয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অসহায়দের হাতে ঈদ ও খাদ্য সামগ্রী উপহার স্বরুপ পৌঁছে দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী বিতরণ কালে সংগঠনের সভাপতি এম.এনাম হোসাইন বলেন, সারা পৃথিবী আজকে থেমে গেছে। বিশ্ব জুড়ে করুনা মহামারী এইটি আল্লাহ পাকের পক্ষ থেকে মানবজাতির জন্য পরীক্ষা স্বরুপ। মানবতা হারিয়ে গেছে, হানাহানি ও দূর্বলদের প্রতি অবিচার বিশ্বব্যাপী দৃশ্যমান।
জাতী মহান রবের সৃষ্টিকে আজ ভূলতে বসেছে, সুতরাং আল্লাহ পাক এই মহামারীর মধ্য দিয়ে পরিশুদ্ধ হওয়ার একটি সুযোগ সৃষ্টি করেছেন। নিজেদের কল্যানে মানবতার জন্য একে অপরের পাশে দাঁড়ানো এখনই উপযুক্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুল হক মঞ্জু বলেন, আমাদের সংগঠনের অনেক নেতাকর্মীসহ অসহায় কর্মহীন দুবাই প্রবাসীদের পাশে আমরা আছি। পর্যায়ক্রমে জেবেল আলীসহ অন্যান্য সিটি গুলোতে আমরা খুব সহসাই ঈদ ও খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ফোরামের আল আবির ইউনিটের সভাপতি সোহেল চৌধুরী বলেন, আমরা তালিকা প্রনয়ন করে আমাদের দুবাইয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সংগঠনের কর্মহীন নেতাকর্মীসহ প্রবাসী দুঃস্থ অসহায়দের পাশে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
আল আবির ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল বলেন, আমাদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম দুবাইয়ের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন সিটিতে ইতিপূর্বে ২য় দাপ সম্পন্ন করে আজ ৩য় দফায় উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য রওনা দিচ্ছি।
উপহার সামগ্রী বিভিন্ন জায়গায় প্রেরনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দুবাই ফোরাম নেতা ইলিয়াছ আজগর, জিয়া উদ্দিন বাবলু, মোহাম্মদ নাছির উদ্দিনসহ নেতৃবৃন্দ।
(প্রেস বিজ্ঞপ্তি)