টানা বৃষ্টিতে আবারও ভয়াবহ জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
গতকাল মধ্যরাত থেকে শুরু হয় ভারি বর্ষণ। সকাল ৯টার পর বৃষ্টি কিছুটা কমলেও নগরীর কাপাসগোলা, চকবাজার, প্রবত্তর্ক, বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ সিডিএ’সহ বেশকিছু এলাকা তলিয়ে যায়।
এদিকে সকালে যারা অফিসের জন্য বের হন, তারা পড়েন চরম বিপাকে। কোন কোন জায়গায় হাঁটুর বেশি পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। কিছু স্থানে পানি ঢুকে যায় দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠানে। বিশেষ করে আগ্রাবাদের আবাসিক এলাকায় দুর্ভোগ বেশি।
Drop your comments: