বৃটেনের কোয়ারেন্টিন নিয়ে জটিলতায় সিলেটে আটকে আছেন প্রবাসীরা। এদের সংখ্যা হবে ৬ হাজারের বেশি। এরই মধ্যে সিলেট থেকে বৃটেনে গিয়ে যারা ১০ দিনের কোয়ারেন্টিন নিয়ম পালন করেছেন তাদের ‘তিক্ত’ অভিজ্ঞতার কারণেই বৃটেনমুখী হচ্ছেন না প্রবাসীরা।
পাশাপাশি কোয়ারেন্টিন ব্যয়ও বাড়ানো হয়েছে।একজন প্রবাসীকে একা হোটেলের রুমে থাকতে হলে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করতে হচ্ছে। এই সময়ে অনেকেই কোয়ারেন্টিনে নিয়মিত স্বাস্থ্যসেবা নিয়েও জটিলতার মুখে পড়েন।
এদিকে বৃটেনে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন করোনা ‘রেড জোন’ থেকে বাংলাদেশকে বের করতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সহযোগিতা চেয়েছেন। আটকে পড়া প্রবাসীরা জানিয়েছেন, করোনার গত দুই বছর সিলেটি প্রবাসীদের জন্য কখনোই সুখকর ছিল না।
Drop your comments: