গত বছর অক্টোবর মাসে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ তিনি ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন তিনি। বিয়ের পর দাম্পত্য জীবনের নানা মুহূর্তের ছবি প্রায়শই সামাজিক মাধ্যমে শেয়ার করেন সানা।
সম্প্রতি নবদম্পতি বেড়াতে গিয়েছেন দুবাইতে। সেখান থেকেই একের পরে এক ছবি শেয়ার করছেন তিনি। দুবাইয়ের বুর্জ খলিফার একেবারে উচ্চতায় থাকা এক রেস্তোরাঁয় বসে, ২৪ ক্যারেটের সোনায় মোড়া কাপে কফি খাচ্ছেন সানা খান। সঙ্গে রয়েছে রকমারি খাবারের বাহার।
সেই ছবি পোস্ট করে সানা খান ক্যাপশনে লেখেন, আমার স্বামী আমাকে সারপ্রাইজ দিয়েছে। বুর্জ খলিফায় ব্রেকফাস্ট আর গোল্ড প্লেটেড কফি! দুবাইতে বিলাসবহুল জীবনযাপনের কিছু মুহূর্তে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রাক্তন অভিনেত্রী। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর আনাস সইয়াদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সালমান খানের এককালের সহ অভিনেত্রী।