অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঠিক রাখার জন্য ধাপে ধাপে ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ বিষয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে। দোকানপাটও খুলে দেয়া হবে। সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সেদিকে সতর্ক থাকতে হবে। আমরা চাইবো প্রত্যেকেই যেন মাস্ক পরে।
ফরহাদ হোসেন আরও বলেন, প্রতিটি পাড়ায়-মহল্লায় কমিটি করে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে সরকার। মাস্ক পরতে বাধ্য করতে পুলিশকে ক্ষমতা দেয়ার অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে কবে অধ্যাদেশ হবে তা এখনই বলতে চাচ্ছি না।
Drop your comments: