বিশ্ব নবী মোহাম্মদ (সাঃ) নিয়ে বিতর্কিত মন্তব্যের জের মুখপাত্র নুপুর শর্মাকে বরখাস্ত করল বিজেপি হাইকমান্ড। অন্যদিকে বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে বিতর্কিত মন্তব্যের জন্য নুপুর শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল।
বিজেপির তরফে বলা হয়েছে হাজার হাজার বছর ধরে ভারতে অনেক ধর্মের জন্ম হয়েছে, বিকাশ হয়েছে। বিজেপি কোনও ধর্মের উপাসকদের অপমান সহ্য করে না। দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং-এর জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজেপি কোনও ধর্ম কিংবা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার মতো অবস্থানকে সমর্থন করে না কিংবা উৎসাহিতও করে না।
তিনি আরও বলেছেন, ভারতের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে তার পছন্দের যে কোনও ধর্ম পালন করার এবং প্রতিটি ধর্মকে সম্মানের অধিকার দিয়েছে।
বিজেপি নেতা বলেছেন, ভারত যেহেতু স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে, তাই ভারতকে মহান দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতি বদ্ধ তারা। যেখানে সবাই সমান ও মর্যাদার সঙ্গে বসবাস করে। যেখানে সবাই একতা ও অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সবাই একসঙ্গে দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ফল ভোগ করে।