November 21, 2024, 2:53 pm
সর্বশেষ:
১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি: আমির খসরু বান্দরবানে পর্যটকদের বিনোদনে চালু হচ্ছে ছাদখোলা বাস বান্দরবানে দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহযোগীতা করলেন যশোরের পুলিশ সুপার প্রথমবারের মতো বান্দরবানে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ক্রীড়া মেলা কুয়াকাটায় ২৭ ঘন্টা পরে মিললো পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির লাশ এসএস পাওয়ার প্ল্যান্ট ইস্যুঃ গন্ডামারা ইউনিয়নের ঐক্যবদ্ধ ছাত্র জনতার মানববন্ধন আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি নজির মিয়ার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল কুয়াকাটায় রাস উৎসবে তীর্থ যাত্রীদের ঢল নেমেছে লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক- ৪

বিশ্বের ৬০ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়

  • Last update: Friday, July 21, 2023

বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ অর্থাৎ পাঁচশ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছে। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।

সমীক্ষায় দেখে গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ডিজিটাল অ্যাডভাইজরি ফ্লিম সংস্থা ক্যাপ্রিওসের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি পৌঁছেছে এবং এই সংখ্যক মানুষ ইন্টারনেটও ব্যবহার করে, যা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ।

অঞ্চলগুলোর মধ্যে এই সংখ্যার পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এখানে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন।

সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা সময়ের পরিমাণও প্রতিদিন দুই মিনিট বেড়ে দাঁড়িয়েছে দুই ঘণ্টা ২৬ মিনিট। এখানেও বড় বৈষম্য রযেছে—ব্রাজিলের মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন গড়ে তিন ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে, সেখানে জাপানিরা ব্যবহার করে এক ঘণ্টারও কম সময়।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সাধারণ সাতটি প্ল্যাটফর্মে বেশি রয়েছে। এরমধ্যে মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ তিনটি অ্যাপস রয়েছে। টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে৷ এছাড়া চীনের তিনটি অ্যাপস রয়েছে—উউচ্যাট, টিকটক ও স্থানীয় সংস্ককরণ ডাউইন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC