বিশ্বে শতভাগ কাগজবিহীন প্রথম প্রশাসন দুবাই বলে মন্তব্য করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
তিনি আরো বলেছেন, এতে করে ১.৩ বিলিয়ন দিরহাম এবং ১৪ মিলিয়ন ঘণ্টা শ্রম সাশ্রয় হচ্ছে।
জানা গেছে, দুবাই সরকারের সব ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক লেনদেন শতভাগ ডিজিটাল। স্থানীয় সময় শনিবার শেখ হামদান এক বিবৃতিতে বলেছেন, মানুষের জীবনকে সব দিক দিয়ে ডিজিটাল করার ক্ষেত্রে নতুন পর্যায়ের সূচনা হয়েছে এই অর্জনের মধ্য দিয়ে।
উদ্ভাবন, সৃজনশীলতা, এবং ভবিষ্যতের ব্যাপারে লক্ষ ঠিক রেখে এটা দারুণ এক অগ্রযাত্রা বলেও মনে করেন ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
তিনি আরো বলেছেন, বিশ্বে নেতৃস্থানীয় ডিজিটাল রাজধানী হিসেবে দুবাইয়ের মর্যাদাকে আরও শক্তিশালী করেছে এই কৃতিত্ব। গ্রাহকের সুবিধার বিষয়টি বিবেচনার ক্ষেত্রে সরকারি ক্রিয়াকলাপ এবং পরিষেবাগুলো ডিজাইন করার ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে এ অবস্থানকে শক্তিশালী করা হবে।