বিশ্বের সবথেকে খর্বকায় বা কম উচ্চতার তরুণ এখন নেপালের দর বাহাদুর খাপাঞ্জি। তার উচ্চতা মাত্র ২ ফুট ৫ ইঞ্চি। ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন তিনি। সেখান থেকে পেয়েছেন সেই স্বীকৃতিও। মঙ্গলবার বাহাদুরের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন দেশটির ট্যুরিজম বোর্ডের সিইও ধনঞ্জয় রেগমি। এ খবর দিয়েছে ক্যানইন্ডিয়া।
খবরে জানানো হয়, ২০০৪ সালের ১৯শে নভেম্বর জন্ম নেয়া বাহাদুরের বয়স এখন ১৭। ২০২২ সালের ২৩শে মার্চ রাজধানী কাঠামান্ডু থেকে তার উচ্চতা পরিমাপ করে গিনেজ রেকর্ড কমিটি। বর্তমানে নিজের গ্রামের একটি স্কুলে পড়াশুনা করছেন তিনি। কাঠমান্ডু থেকে ১৩০ কিলোমিটার দূরে সিন্ধুলি জেলায় থাকেন বাহাদুর। তার বড় ভাই নারা বাহাদুর খাপাঞ্জি বলেন, আমার ভাই এত বড় স্বীকৃতি পেয়েছে জেনে আমি অনেক খুশি।
দর বাহাদুর জন্মের সময় একদমই স্বাভাবিক ছিল। কিন্ত ৭ বছর বয়সের পর থেকে সে আর লম্বা হচ্ছে না। আমরা জানি না কেনো এমনটা হয়েছে। দর বাহাদুরের আগে বিশ্বের সবথেকে কম উচ্চতার তরুণও ছিলেন নেপালের বাসিন্দা। খাগেন্দ্রা থাপা মাগার নামের ওই ব্যাক্তি ১৯৯২ সালে জন্ম নিয়েছিলেন। তার গড় উচ্চতা ছিল ২ ফিট ১.৮ ইঞ্চি।