বিশ্বব্যাপী পবিত্র কোরআনের শিক্ষকদের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দুবাই ভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি দুবাই ভিত্তিক সামাজিক দাতব্য প্রতিষ্ঠান দার আল বির সোসাইটি অর্থ সংগ্রহের বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকাসহ চারটি মহাদেশের বিভিন্ন দেশের পবিত্র কোরআনের শিক্ষকদের সহায়তা ও পৃষ্ঠপোষকতার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়।
দার আল বির সোসাইটির প্রধান পরিচালক খালফান খালিফা আল মাজরু বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কোরআন শিক্ষাদানকারীদের সহায়তার জন্য অনুদান সংগ্রহে এ উদ্যোগ গ্রহণ করা হয়। মেক্সিকো, ইন্দোনেশিয়া, ইউক্রেইন, সুদান, সোমালিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষকদের এ কার্যক্রমের আওতায় সহায়তা করা হবে।
সোসাইটির গবেষণা বিভাগের প্রধান আবদুল আজিজ জানান, পবিত্র কোরআনের সহনশীল মূল্যবোধ সবার মধ্যে ছড়িয়ে দিতে দার আল বির সোসাইটি গুরুত্বপূর্ণ এ উদ্যোগ গ্রহণ করেছে।