রাজধানীর নামি দামি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (৫ মে) সকালে লালবাগের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জাল সার্টিফিকেট ও মার্কশিট জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, কিছু বিশ্ববিদ্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব সার্টিফিকেট তৈরি হতো। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে সার্টিফিকেট পেতে ন্যূনতম খরচ আট থেকে ১০ লাখ টাকা। অথচ ভর্তি না হয়ে পড়াশুনা না করেই এমন সার্টিফিকেট মিলতো মাত্র ৩ লাখ টাকায়।
Drop your comments: