![InShot_20220814_143431142](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220814_143431142-scaled.jpg)
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির উদ্যোগ সাময়িক; বিশ্ববাজারে দাম কমলেই দেশেও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১৪ আগস্ট) দুপুরে বিদ্যুৎ ভবনে এক সেমিনারে তিনি এ কথা জানান। বলেন, সরকার তেলের দাম বাড়িয়ে জনজীবন অতিষ্ঠ করতে চায় না। দেশের মানুষকে এক থেকে দুই মাস ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
আগামী মাস থেকে লোডশেডিং বন্ধ করা হবে বলেও আশাবাদ প্রতিমন্ত্রীর। বলেন, ১০ থেকে ১৬ শতাংশ তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থাকবে; জরুরি প্রয়োজন ছাড়া সেগুলো ব্যবহার করবে না সরকার। ভোলায় পাওয়া গ্যাস কীভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা যায় সেটা নিয়েও সরকার ভাবছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
Drop your comments: