![InShot_20220808_194746900](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220808_194746900-scaled.jpg)
বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। পশ্চিমা দেশগুলোতে উচ্চ মূল্যস্ফীতি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে মন্দার শঙ্কায় কমে গেছে জ্বালানি তেলের চাহিদাও।
সোমবার (৮ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩৮ ডলার। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮৭ দশমিক ৬৩ ডলারে ছিল।
গত সপ্তাহে ব্রেন্টের দাম ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্নে পৌঁছে, যা ১৩ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০২০ সালের এপ্রিল থেকে এটি সবচেয়ে বড় সাপ্তাহিক ড্রপ। সে সময় ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯ দশমিক ৭ শতাংশ কমে।
বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে চাহিদা কমায় তেলের দাম কমছে। বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চীনের গত জুলাই মাসে তেল আমদানি এক বছর আগের একই সময়ের চেয়ে কমেছে ৯.৫ শতাংশ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির জেরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তেলের চাহিদা কমবে এমন আশঙ্কাতেও দাম পড়ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তেলের মজুদও বেড়েছে। এর ফলে রাশিয়ার ইউক্রেনে হামলার ফলে তেলের দাম যেটুকু বেড়েছিল তা আবারও আগের অবস্থায় ফিরে গেছে।