বিশ্বের সবচেয়ে লম্বা নারী রোমেশিয়া গেলজির বিমান ভ্রমণের স্বপ্নপূরণ করলো তুর্কি এয়ারলাইন্স। প্রথমবারের মতো রোমেশিয়ার জন্য বিমানভ্রমণের সুযোগ দিতে আসনব্যবস্থায় সামান্য পরিবর্তন এনে তাকে বিমানে চড়ার সুযোগ করে দিয়েছে বিমান সংস্থাটি।
ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পতাকাবাহী একটি বিমানের ছয়টি আসনকে একটি স্ট্রেচারে রূপান্তরের পর তার এ যাত্রা সম্ভব হয়েছে।
জিনগত সমস্যা ওয়েভার সিনড্রোমের কারণে দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটায় গেলজির উচ্চতা সাত ফুট। গিনেস বুকেও নাম লিখিয়েছেন তিনি। সাধারণ হুইলচেয়ারে এবং স্বল্প দূরত্বে হেঁটে চলাফেরা করেন তিনি। তাকে স্ট্রেচারে করে এই বিমান ভ্রমণ করতে হয়েছে।
ইস্তাম্বুল বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করার সুযোগে তিনি খুবই আবেগপ্রবণ।
Drop your comments: