![IMG_20200609_144048.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200609_144048.jpg)
শারজাহ ভিত্তিক বিমানসংস্থা এয়ার এরাবিয়া বলেছে যে তারা সংযুক্ত আরব আমিরাত থেকে মিশরে ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর এবং মিশরের আলেকজান্দ্রিয়াতে বোর্গ এল আরব আন্তর্জাতিক বিমানবন্দরটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারিত রয়েছে।কেবল মিশরীয় নাগরিকদের দেশে ফিরতে এই ফ্লাইটগুলিতে চড়ার অনুমতি।
Drop your comments: