বিশাল দুই বাঘকে এক যুবকের ফিডারে দুধ খাওয়ানোর শ্বাসরুদ্ধকর ভিডিও দেখে অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।
২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, দুই হাতে দুইটি ফিডার নিয়ে দাঁড়িয়ে আছেন এক যুবক। একটু পরই বিশাল দুই বাঘ এসে ওই যুবকের কাঁধে পা তুলে দেন। এসময় ওই যুবক বাঘগুলোর মুখে ফিডার দিলে তারা তা খেতে থাকে।
ভিডিও দেখে ভীষণ ভীতিকর মনে হলেও ওই যুবক বিষয়টি বেশ উপভোগ করছিলেন বলেই মনে হয়েছে।
তবে কবে আর কোথায় ওই ভিডিও ধারণ করা হয়েছে তা জানা যায়নি।
অ্যাবসুলেট ইউনিটস নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পুরোনো ওই ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০ ঘণ্টায় ওই ভিডিও দেখা হয়েছে তিন লাখের বেশিবার।
নানা রকম মন্তব্যে ভরে গেছে ভিডিওর কমেন্ট সেকশন। অনেকেই ওই ভিডিওকে ভয়ংকর বলে উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন ওই যুবক মৃত্যু নিয়ে খেলছেন। ওই যুবকের ভয়ংকর পরিণতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ।