আইন পরিবর্তনের দাবিতে আন্দোলরত কৃষকরা ভারতজুড়ে বার্ড ফ্লু ছড়ানোর কারণ হবে বলে মন্তব্য করেছেন রাজস্থানের বিজেপি বিধায়ক (এমএলএ) মদন দিলাওয়ার। তিনি বলেন, ‘চিকেন বিরিয়ানি খেয়ে আন্দোলনরত কৃষকরা দেশে এই মহামারি ছড়াবে।’
শনিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তার এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
কৃষকদের উদ্দেশ্য করে এমএলএ মদন দিলাওয়ার বলেন, ‘তারা শুধু বিরিয়ানি খাচ্ছেন, কাজু বাদাম খাচ্ছেন। তারা সবদিক দিয়ে আনন্দ করছেন। তারা প্রতি মৃহূর্তে রূপ বদলাচ্ছেন। দেশে যারা এমন সংকট তৈরি করছেন তারা সন্ত্রাসী, চোর, ডাকাত। তারা কৃষকের শত্রু।’
Drop your comments: